Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ২৭ মে, ২০১৭: 89চ্যাম্পিয়নস ট্রফির ময়দানি লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিতে ব্যস্ত অংশগ্রহনকারী দলগুলো। ত্রিদেশীয় সিরিজ শেষে অন্যদের মতো নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানকে ৩৪২ রানের টার্গেট দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

এজবাস্টনে টস জিতে আজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। দলীয় ২৭ রানের সময় ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা হোঁচট খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে আসেন আরেক ওপেনার তামিম ও ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস।

দলীয় বড় সংগ্রহ গড়ার পথে সর্বোচ্চ ইনিংসটি এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। ৯৩ বলে ১০২ রানের চমৎকার ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। এছাড়া মুশফিক ৪৬, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ২৬ এবং সাকিব আল হাসান ১৯ রানে আউট হয়েছেন।

বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জুনায়েদ খান, এছাড়া হাসান আলী ও সাদাব খান ২টি করে উইকেট পেয়েছেন।