খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহতের প্রতিক্রিয়ায় বিক্ষোভ-ভাঙচুরের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ রোববার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, আজ থেকে শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি শুরু। অন্যান্য সময় এই ছুটিতে সব হল খোলা থাকলেও আজ সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, শিক্ষকদের লাঞ্ছনা ও ভিসির বাসভবনের সামনে ভাঙচুরের অভিযোগে গত রাত সাড়ে ১২টার দিকে অন্তত ৪০ জন শিক্ষার্থীকে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে সাভারের সিএন্ডবি এলাকায় বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত নিহত হন।