Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৯ মে, ২০১৭: 72ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন।
ইফতারে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ৫০টিরও বেশি দেশের কূটনীতিক ও তাদের প্রতিনিধিরা।
ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত কূটনীতিকদের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
ইফতারে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ খান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ দলের শীর্ষ নেতারা।