Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৩০ মে, ২০১৭:  22দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে বরিশালের সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। ফলে সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি।
বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত থাকলে পায়রা নদী বন্দরে ৮ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলায় জেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলেছেন। একইসাথে চর এলাকার লোকজনদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজম হুদা মিঠু বলেন, দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে বরিশাল থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে এবং মাঝ নদীতে থাকা লঞ্চগুলোকে নিরাপদস্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়ার পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। এতে করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পাঁচটি লঞ্চ নৌ বন্দরে নোঙ্গর করে রাখা হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, ঘূর্নিঝড় ‘মোরা’ চট্টগ্রাম থেকে ৩৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩০৫, মংলা থেকে ৪৫০ ও পায়রা বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। চট্টগ্রাম ও কক্সবাজারে ১০নং সংকেত এবং মংলা ও পায়রায় সমুদ্র বন্দরের ৮নং সংকেত রয়েছে। অপরদিকে নদী বন্দরগুলোর জন্য ২নং সংকেত জারি করা হয়েছে। ঘূর্নিঝড় ‘মোরা’র কারণে ৪ থেকে ৫ ফুট জলোচ্ছাস হতে পারে। এছাড়া বরিশালের উপর থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে ১০২টি। জেলায় ২০৬টি আশ্রয় কেন্দ্রের মধ্যে চর এলাকার লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। দুই হাজার প্যাকেট খুচরা খাবার মওজুদ রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলার জন্য।