Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭:  10মশা একটি পরিচিত কীট বা পোকা যাকে পৃথিবীর সকল দেশে দেখা যায়। যার কামড় থেকে আমেরিকার প্রেসিডেন্ট ও রেহাই পান না। এই মশা যখন ঘরে আপনার বাচ্চার পড়ার সময় বিরক্ত করে তখন কার না মেজাজ খারাপ হয়। মশা বাহিত রোগ যেমন ডেঙ্গু জর এবং সম্প্রতি চিকনগুনিয়া রোগ দেখা দিয়েছে।
বাজারে এই সকল মশা মারার জন্য বিভিন্ন ধরনের কয়েল, স্প্রে এবং ইলেকট্রিক মেশিন বের হয়েছে। এই তিনটি জিনিস মশার জন্য যেমন ক্ষতিকর তেমনি আপনার জন্য ও সমান ক্ষতিকর। এগুলিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে যার ফলে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো না। কয়েলে ক্ষতিকারক রাসায়নিকের সাথে সাথে এটি ধোঁয়ার সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে একটি কয়েলের ধোঁয়া এক প্যাকেট সিগারেটের ধোঁয়ার সমান। স্প্রে এবং ইলেকট্রিক মেশিনেও একই সমস্যা বিদ্যমান। তাই আপনাকে খুজতে হবে বিকল্প প্রাকৃতিক সমাধান যাতে মশাও মরবে আর স্বাস্থ্যের ও কোন ক্ষতি হবে না।
যেহেতু মশার কামড় স্বাস্থ্যে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে তাই আপনি চাইবে কিছু একটা করতে। প্রাকৃতিক উপায়ে স্প্রে তৈরি করে এর একটি সমাধান করতে পারি। আপনাকে যা করতে হবে-
প্রথমে একটি খালি স্প্রে বোতল যোগাড় করুন। (১) ১/২ কাপ অপরিশোধিত পুদিনা তেল নিন। (২) ১/২ কাপ সিরকা (অন্তত ৯%) নিন। (৩) ১/২ কাপ ভেজিটেবেল তেল নিন। এই গুলো নিয়ে আপনি খালি স্প্রে বোতলে একসাথে ভালো করে মিশান। এবং আপনার সকল কক্ষে স্প্রে করে দিন। এই স্প্রে আপনি সব ঘরে ব্যবহার করতে পারবেন যেমন রান্নাঘর, বাথরুম, শয়নকক্ষ ইত্যাদি। এটি বাইরে আপনার বাগানেও ব্যবহার করা যাবে। এমন কি এই স্প্রে আপনার শরীরে ও ব্যবহার করতে পারেন। এর কোন খারাপ প্রভাব নেই তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক স্প্রেটি।