খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭: বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন আফজাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে লন্ডভন্ড উপকূলবর্তী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় উপকূলবর্তী দুর্দশাগ্রস্ত জনগণ দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। তিনি বলেন, জরুরি সহায়তা, ত্রাণ ও পুনর্বাসন এই তিন লক্ষ্য সামনে রেখে আমরা কাজ শুরু করেছি।
মিথিলা ফারজানার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
ক্যাপ্টেন আফজাল হোসেন বলেন, ২৮ মে থেকে যখন সাইক্লোন নিয়ে সর্তকতা দিতে থাকলো তখন থেকেই আমাদের আঞ্চলিক কমান্ডাররা প্রাক-প্রস্তুতি হিসেবে নৌবাহিনীর জাহাজগুলোকে নির্দেশনা দিয়ে রাখেন কীভাবে সাইক্লোন পরবর্তী ত্রাণ সহায়তা দেওয়া হবে। কারণ দ্বীপ অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ দেওয়া ব্যাহত হয়। কিন্তু দুপুরে যখন সাইক্লোন স্থলভাগে চলে গেছে তখনই আমাদের বড় দুটি জাহাজ দ্বীপ অঞ্চলে গিয়ে সেখানে তাদের কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে আরও জাহাজ সেখানে গিয়ে ত্রাণ সহায়তায় অংশ নেবে। সেন্ট মার্টিনে ও কতুবদিয়ায় সাহায্য নিয়ে জাহাজ পৌঁছে গেছে। বাকি জাহাজও পৌঁছে যাবে।
দুর্যোগের প্রথম পর্যায়ে যেটা সবচেয়ে বেশি জরুরি সেই চিকিৎসা সহায়তা, পানি, শুকনো খাবার নিয়ে যাওয়া হয়েছে। নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে এই ত্রাণ তৎপরতা চালানো হবে।