Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩১ মে, ২০১৭:  14ময়মনসিংহের ভালুকায় ৬ বছরে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গফুর মৌলবীর মাজার সংলগ্ন এলাকায়। রক্তাক্ত অবস্থায় বুধবার সকালে ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ভালুকা মডেল থানা পুলিশ।
জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জের আকন্দপাড়া গ্রামের আব্দুল হেকিম স্থানীয় একটি ফ্যাক্টরিতে চাকরি করে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই এলাকার আজিজুল হকের বাড়িতে ভাড়া থাকেন। হাকিমের মেয়ে ইমা (৬) মঙ্গলবার (৩০মে) বিকেল থেকে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করে কোথায় না পেলে বুধবার (৩১ মে) রাতে সেহরির পর ইমা‘র মা বানেছা আবারও খোঁজাখুঁজি করতে বের হলে পাশের বাড়ীর উত্তর-পূর্ব কোনে বাঁশঝাড়ের নীচে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার-চেচচামেচি করলে লোকজন টের পেয়ে জড়ো হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশে খবর দিলে তারা এসে শিশুটির লাশ উদ্ধার করে। এ সময় হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারকে শান্তনা দেন।
ভালুকা মডেল থানার ওসি(তদন্ত) হযরত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই হত্যার সঠিক কারণ জানা যাবে।