Sat. Sep 20th, 2025
Advertisements

13kখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭:
কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে ডুবন্ত নৌকা থেকে ২০ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরার আঘাতের পর কুতুবদিয়ায় অভিযানকালে এ ২০ জেলেকে উদ্ধার করেন নৌ-সদস্যরা। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জেলেদের উদ্ধারের বিষয়টি জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়ের পরপরই ৩০ মে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযানকালে ডুবন্ত নৌকা থেকে ২০ জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

আইএসপিআর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঘুর্ণিঝড় ‘মোরা’ সেন্টমার্টিন-কক্সবাজার হয়ে চট্টগ্রাম অতিক্রম করে। এতে সেন্টমার্টিন, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়াসহ উপকূলীয় অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের পরপরই বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর ১৫টি জাহাজ, ১টি হেলিকপ্টার ও ১টি টহল বিমান কক্সবাজার, সেন্টমার্টিন্স, টেকনাফ, চট্টগ্রাম ও খুলনার উপকূলীয় অঞ্চলসহ গভীর সমুদ্রে ব্যাপক তল্লাশি কার্যক্রম শুরু করেছে।