খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭: প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বৃহস্পতিবার (০১ জুন) সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মাহাবুবুল আলম তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক শিক্ষকদের ৩ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সহকারী শিক্ষকদের দাবিগুলো যৌক্তিক বলে মনে করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নোয়াখালীর সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ উদ্দিন, সাধারণ সম্পাদক তারেক সালেহ উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মতিউর রহমান, মহিলা বিষয়ক সহ-সম্পাদক রেহানা সুলতনা মনি, সদস্য আহসান উল্লাহ হেলাল, শহিদ উদ্দিন, জেলা অর্থ সম্পাদক আশীষ কুমার মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।
পরে শিক্ষক নেতৃবৃন্দ নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ওই স্মারকলিপির অনুলিপি প্রদান করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার।