Sun. Sep 21st, 2025
Advertisements

12kখােলা বাজার২৪।। শুক্রবার, ২ জুন, ২০১৭: জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারি করার জন্যই সরকারের প্রস্তাবিত বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীর জিয়া স্মৃতি পাঠাগারের জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন- বাজেটে মেগা প্রকল্প রাখা হয়েছে বিশাল খরচের মাধ্যমে বড় ধরনের দুর্নীতির জন্য।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণের জন্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাই প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কোনো কল্যাণে আসবে না। উল্টো বোঝা হয়ে দাঁড়াবে। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি