Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭:  11ছেড়ে দিতে চাই, ছাড়ি তবে নাহি পায়, দেখা হবে আবার এমন একটি কথারই যেনো পুনরাবৃত্তি ঘটিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা মিলে মিশে এক হয়ে ছিলো ধানমন্ডির একটি অভিজাত কমিউনিটি সেন্টারে। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে ‘রউফিয়ানস স্টুডেন্টস এসোসিয়েশন’ এর ইফতার পার্টি ও পূণর্মিলনির অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়ন করেন রউফ কলেজের শিক্ষক নূর হোসেন সাইফুল।
ৎড়ঁভরধহ
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব সাইফুল ইসলাম, বেসরকারী টিভির বার্তা বিভাগের প্রধান তুষার আবদুল্লাহ, বিটিভি’র বার্তা পরিচালক নাসির আহমেদসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ।
ইফতারে আরও উপস্থিত ছিল লাখো রউফিয়ানদের নয়নের মণি শিক্ষক-শিক্ষিকামন্ডলী।ৎড়ঁভরধহ১রউফিয়ান স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার পার্টি সফলভাবে সম্পন্ন করার জন্য সকল রউফিয়ানকে আন্তরিক অভিনন্দন জানান শিক্ষক-শিক্ষিকরা।