Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭:  17বুড়িগঙ্গার বিষাক্ত পানি ঢুকে পড়ে তুরাগের বিস্তির্ণ এলাকায় মরে যাচ্ছে ছোটবড়ো বিভিন্ন প্রজাতির মাছ। গত দু’দিন ধরে মরা ও নিস্তেজ মাছ সংগ্রহ করছে তুরাগ তীরের মানুষেরা। এভাবে মাছ মরে যাওয়ায় জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ওই এলাকার মৎসজীবী ও সাধারণ মানুষ। এমন ঘটনার পূনরাবৃত্তি ঠেকাতে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন তারা।
মরক লেগেছে তুরাগের মাছে। মরা ও আধামরা মাছ সংগ্রহে দু’দিন ধরে ব্যস্ত তুরাগ তীরের মানুষেরা।
স্থানীয়রা জানিয়েছেন, পূর্ণিমার জোয়ারে বুধবার রাতে বসিলা ও গাবতলী এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে বুড়িগঙ্গা থেকে বিষাক্ত পানি তুরাগে প্রবেশ করে। এরপর থেকেই মাছ মরতে শুরু করে।
মলা-ঢেলা, টেংরা-পুটি থেকে শুরু করে শোল-বোয়াল সব প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। আর যে মাছগুলো এখনো বেঁচে আছে সেগুলোও নিস্তেজ হয়ে ভাসছে নদীতে।
সাভার, মিরপুর ও আশুলিয়া এলাকার তুরাগের বিভিন্ন পয়েন্টে কচুরিপানা সরিয়েও মিলছে ছোটবড়ো মরা মাছ। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার রাতে শুধুমাত্র সাভারের মোগরাকান্দা গ্রামেই বিক্রি হয়েছে আড়াই লাখ টাকার মরা মাছ।
নদীকে ঘিরেই যাদের জীবন আবর্তিত হয়, মাছ এভাবে মরে যাওয়ায় চিন্তিত তারা।