Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭:  16মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ট অ্যাটাকের কারণেই সবচেয়ে বেশি নারীর মৃত্যু হয়। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে চার কোটি ৩৮ লাখ নারী কোনো না কোনোভাবে হার্টের সমস্যায় আক্রান্ত। শুধু মার্কিন নারীরাই নন, সারা বিশ্বের নারীদের মধ্যেই বেড়ে চলছে হার্টের সমস্যা। এই ধরনের সমস্যায় ভোগা নারীদের মধ্যে তিনটি লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায়। অথচ নারীরা এগুলো গুরুত্ব দেন না। কিন্তু এ লক্ষণগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন।

অতিরিক্ত ক্লান্তি
হঠাৎ আপনার একটু বেশি ক্লান্তি লাগছে? ক্লান্তির সঙ্গে বুকে ভারী ভাব অনুভব হতে থাকে। তা হলে তা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে।

ঘাম ও নিশ্বাস ছোট হয়ে আসা
বিশ্রামে থাকাকালে এই সমস্যাগুলো হতে থাকলে এবং এক্সারসাইজের পর চরম পর্যায় পৌঁছে গেলে আপনাকে সাবধান হতে হবে। এগুলোর সঙ্গে যদি বুকে ব্যথা অনুভব করেন অবশ্যই চিকিত্সকের কাছে যান।

৩. বুক ছাড়াও শরীরের অন্য জায়গায় ব্যথা
যে কোনো জায়গায় ব্যথা অনুভূত হওয়া মানেই কোনো অসুবিধা হচ্ছে বা কিছু অস্বাভাবিকতা রয়েছে। সবসময় যে ঠিক যেই সমস্যা সেই অনুযায়ী ব্যথা হবে তা নাও হতে পারে। চোয়াল, পিঠ বা যে কোনো হাতে ব্যথাও হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে।