খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭: এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নিলে নম্বর কাটা যাবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীর সর্বমোট নম্বর থেকে পাঁচ নম্বর বাদ দিয়ে তৈরি হবে মেধা তালিকা।
তবে আগের বছর যারা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে কাটা যাবে সাড়ে ৭ নম্বর।
রোববার সচিবালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য বিদেশি ছাত্র-ছাত্রীদের কোটা আগের মত ৫০ শতাংশ বহাল থাকবে।
আগামী শিক্ষাবর্ষ থেকে বিডিএস-এর কোর্স এর মেয়াদ পাঁচ বছর হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।