Mon. Sep 22nd, 2025
Advertisements

9kখােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলো নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ৮ জুন বৃহস্পতিবার থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।সোমবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতি কার্যদিবসে বাংলাদেশ ব্যাংকের কাউন্টার ছাড়াও অন্যান্য বাণিজ্যিক থেকে আগামী ২২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা ছাড়াও প্রধান কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে নতুন নোট পাওয়া যাবে। এছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও ২ টাকা থেকে ৫০ টাকা মূল্যমানে নতুন নোট সংগ্রহ করা যাবে।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যেসব ব্যাংকে মিলবে নতুন নোট :

ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণ খান এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখায় নতুন টাকা পাওয়া যাবে।