Mon. Sep 22nd, 2025
Advertisements

12kখােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: রাজধানীতে ইফতার ও সেহরির সময় বাসা বাড়িতে চুরি করা চক্রের সর্দারের ঘনিষ্ট সহযোগীসহ নয় সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চার জনের বয়স ৯ বছর থেকে ১৫ বছরের মধ্যে। বাকি পাঁচ জন হলেন চক্রের সর্দারের ঘনিষ্ট সহযোগী সোহেল (৩৫), হেলাল (১৯), হেলাল (১৮), মানিক রহমান (১৮) ও আরাফাত (১৮)। গতকাল সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই চোরদের ছয় থেকে সাত হাজার টাকা মাসিক বেতনে রমজান মাসে চুরির জন্য চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আনা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন ও কিছু ডেবিট-ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
পুলিশের মতিঝিল জোনের এডিসি এস এম শিবলী নোমান জানান, আটককৃতরা অভিনব কৌশলে বিভিন্ন বাড়িতে সুযোগ বুঝে ঢুকে ল্যাপটপ, মোবাইল সেট, মানি ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র চুরি করত। এ জন্য তারা ইফতারের পর মাগরিবের নামাজের সময় এবং সেহরির পরের সময়টা বেছে নেয়। কারণ রমজান মাসে সবাই ইফতার ও সেহরির পর নামাজের জন্য বেশি ব্যস্ত থাকে, তখন সুযোগ বুঝে তারা চুরি করে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তাদের চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। চুরির জন্য তাদের ছয় থেকে সাত হাজার টাকা দেওয়া হবে বলে সর্দার জানিয়েছে। ঈদের খরচ ওঠানোর জন্য তারা এই চুরির চাকরি বিছে নিয়েছে। তাদের নিয়ে আসার পর ঢাকায় ঘর ভাড়া করে রাখা হয়। মূলত ঈদকে সামনে রেখে তারা এই কাজ করে।