Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: gaibandha mapগাইবান্ধায় জাহিদুল হক ওরফে জাহিদ (৩০) নামের এক ভুয়া কর্ণেলকে গ্রেফতার করেছে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার রাতে সদর উপজেলা গোডাউনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেল সাড়ে তিনটায় গাইবান্ধা র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

জাহিদুল হক মালিবাড়ী ইউনিয়নের খিদির গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে অপু মন্ডলের ছেলে।

গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্প সুত্রে জানা যায়, জাহিদুল হক বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর কর্ণেল হিসেবে পরিচয় দিত। পরে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে থাকতেন।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গোডাউন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তার নামে ঢাকা ডিএমপির শাহ আলী থানায় প্রতারণার একটি মামলাও রয়েছে।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।