খােলা বাজার২৪।। বুধবার , ৭ জুন, ২০১৭: নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ^বিদ্যালয় কলেজ সরকারি করনের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার দিকে সোনারগাঁও বিশ্ববিদ্যাল কলেজের শিক্ষার্থীরা প্রথমে কলেজ মাঠে মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে রাস্তা অবরোধ করে মিছিল করতে থাকে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপিস্থত হয়ে রাস্তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরে যান বাহন চলাচল স্বাভাবিক হয়।
কলেজ কতৃপক্ষ জানান, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও ডিগ্রী কলেজ বর্তমানে নিজ শিক্ষা মানোন্নয়নসহ বিভিন্ন যোগ্যতায় কয়েক বছর আগে মহাবিদ্যালয় হিসেবে তালিকাভুক্ত হয়।
দেশের যেসব উপজেলায় সরকারী কলেজ বা স্কুল নেই, সে সব উপজেলায় একটি করে কলেজ ও স্কুল সরকারী করার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি প্রধানমন্ত্রী দেশের এমপিও ভুক্ত কলেজ ও স্কুলগুলোর মধ্যে থেকে শিক্ষার মান ভাল এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারী করার ঘোষনা দিয়েছিলেন। সে নির্দেশের পর সবশেষ চলতি বছরের মে মাসে দেশে আরো ২৮৫টি কলেজ সরকারী করণে চূড়ান্ত হয়। যার মধ্যে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের সাথে নারায়ণগঞ্জের সোনারগাঁও ডিগ্রী কলেজের নামও তালিকাভুক্ত হয় কিন্তু অজ্ঞাত কারনে তালিকা থেকে বাদ দেয়া হয়। তাই সরকারী সুবিধা থেকে বঞ্চিত হয়ে উত্তেজিত শিক্ষার্থীরা সোনারগাঁও বিশ^বিদ্যালয় কলেজটি সরকারী করণের দাবিতে বিক্ষোভ করে।
এ ব্যাপারে সোনারগাঁও বিশ^বিদ্যাল কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু বলেন, সংশ্লিষ্ট দপ্তরে প্রতিষ্ঠানটি সরকারী করতে এখন পর্যন্ত জোর চেষ্টা অব্যাহত রয়েছে। আশাকরি একটা ব্যবস্থা হবে।