Mon. Sep 15th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ৮ জুন, ২০১৭: 17গাইবান্ধার পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজির উদ্দিন আহমেদ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে গাইবান্ধা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার সোনামুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফজির উদ্দিনের বাড়ি দিনাজপুর জেলা শহরে। তিনি কোতোয়ালী থানা এলাকার জামালপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি জানান, ‘ফজির উদ্দিন গ্রেফতারি পরোয়ানা তামিলের দায়িত্বে ছিলেন। তিনি মোটরসাইকেলে ঘোড়াঘাট উপজেলা শহরের যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘোড়াঘাটের সোনামুখী এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ফজির উদ্দিন মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
ওসি বলেন, ফজির উদ্দিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর চালক (ঢাকা মেট্রে ট-১১-৯৯৯৩) ট্রাকটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। ট্রাকটি ঘোড়াঘাট পুলিশ হেফাজতে রয়েছে।