খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ৮ জুন, ২০১৭: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বন্ধ থাকা আবাসিক হলগুলো আজ বৃহস্পতিবার সকালে খুলে দেওয়া হয়েছে।
সকালে শিক্ষার্থীরা আবাসিক হল গুলোতে প্রবেশ করেছেন। বেশ কয়েকদিন বন্ধ থাকার পরে আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। আবাসিক হল গুলো খুললেও ঈদের পরে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আবু বক্কর সিদ্দিক।
এদিকে যেকোন অপ্রীতির ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।