Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭:  5রাজধানীর কদমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো কদমতলীর মোহম্মদবাগস্থ আমিন ফুড প্রসেসিং এবং বন্যা ফুড প্রোডাক্ট।
বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, অভিযানকালে দেখা যায় আমিন ফুড প্রসেসিংয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে। এ জন্য আদালত প্রতিষ্ঠানটির মালিক মনিরুজ্জামান খান আজাদ (৩০) ও মিনারুল ইসলামকে (৪০) দুই লাখ টাকা জরিমানা করেন। একই অপরাধে বন্যা ফুড প্রোডাক্টের মো. ইয়াকুবকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়।
ডিসি মাসুদ আরও বলেন, রমজান মাসজুড়ে চলমান ডিএমপির ভেজাল-বিরোধী অভিযান ইতোমধ্যেই সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে। জাগোনিউজ