Fri. Sep 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭:  12আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাহাব এনাম খান বলেন, রাজনীতি এখন স্যোসাল মিডিয়া, ফেসবুকের কারণে আল-জাজিরা, বিবিসি, সিএনএন সবকিছু দিয়ে প্রভাবিত । বিশ্বে প্রভাবিত হয়েই কিন্তু রাজনীতি। তাছাড়া কোন রাজনীতি হচ্ছে না।
মুন্নী সাহার সঞ্চালনায় এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রায় ‘পারসেপশন-এর রাজনীতি’ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। এছাড়া ছিলেন ব্যারিস্টার তানজীব-উল আলম।
সাহাব এনাম খান বলেন, আমাদের দেশে পারসেপশনের রাজনীতি প্রকট। যেমন হেফাজতের ঘটনা। সেখানে কি হলো? ৫ই মে’র কর্মসূচিতে তাদের ৩হাজার কর্মী মারা যায় বলে যে গুজব ছড়ানো হয় তা একটা প্যানিক তৈরি করে। যারা হেফাজতের মতবাদে বিশ্বাস করে তারা এই কথায় প্রভাবিত হয়। রামুর ঘটনা যদি বলি, সেখানে একটা ফেইক ফেসবুক পেজের ঘটনাকে কেন্দ্র করে বড় সহিংসতা ঘটে। সেই ঘটনা থেকে আমরা আমাদের যে চরিত্রের পরিবর্তন হচ্ছে তার রূপ দেখতে পারলাম সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাধ্যমে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু পারসেপশনের রাজনীতির উপর বিশ্বাস করে হয়েছিলো। ২০০৩ সালের ইরাক অ্যাটাকটা দেখেন। তাদের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে ধারণা করে তার উপর ভিত্তি করে যুদ্ধ হয়ে গেল। এই পারসেপশনকে এই সময়ে গ্লোবালভাবে দুটি ভাবে ধরা যায়। এক স্যোসাল মিডিয়া। আমরা এখন অনেকাংশে স্যোসাল মিডিয়া ফেসবুক দিয়ে প্রভাবিত। যেকোন একটা বিষয় আমরা ফেসবুকে দেখে প্রভাবিত হয়ে যাই।
প্রভাবিত হয়ে সরাসরি সেই বিষয়ে অংশ নিয়ে উপসংহারে চলে যাই। এই প্রভাবিত লোকেরা কিন্তু যেকোন দেশের ভোটার। তাদেরকেও কিন্তু রাজনীতিক কারণে হাতে রাখতে হয়। কারণ আমি একটা গবেষণায় দেখলাম সম্প্রতি তাদের সংখ্যা ৯০ শতাংশের মত।
রাজনীতি এখন স্যোসাল মিডিয়া, ফেসবুকের কারণে আল-জাজিরা, বিবিসি, সিএনএন সবকিছু দ্বারা প্রভাবিত। বিশ্বে প্রভাবিত হয়েই কিন্তু রাজনীতি চলে। তাছাড়া কোন রাজনীতি হচ্ছে না।