খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭: ট্রেন চলছে। অথচ কোনো রেললাইন নেই! আবার কোনো চালকও নেই।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই অসম্ভব কাজটাই এবার সম্ভব করেছে চীন। বাস, ট্রাম এবং ট্রেনের মিশেলে নতুন এই যান তৈরি করা হয়েছে। ট্রেনটির নির্মাণকারী সংস্থা চীনা রেল ট্রানজিট ফার্ম সিআরআরসি একে ‘স্মার্ট বাস’ বলছে। ট্রেনের মতো এতেও মডুলার সিস্টেম রয়েছে।
এই ট্রেনের বগিগুলো পূর্ব নির্ধারিত পথে চালক ছাড়াই চলতে সক্ষম। ট্রেনে থাকছে বিশেষ এক ধরনের সেন্সর। যা চলবে ভার্চুয়াল ট্র্যাকের উপর দিয়ে। ভার্চুয়াল ট্র্যাক আসলে রাস্তার উপরে আঁকা টানা রেখা, যাতে এক ধরনের সেন্সর লাগানো থাকবে। তার উপর দিয়েই চলবে ট্রেনটি। ৩০ মিটার দীর্ঘ এই ট্রেনের এক একটি কামরায় অন্তত ৩০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। চাইলে এতে আরও বগি জুড়ে দেওয়া সম্ভব। ছুটবে ঘণ্টা প্রতি ৭০ কিলোমিটার বেগে। ট্রেনটিতে রয়েছে ইলেকট্রিক ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ হওয়ার পর ওই ব্যাটারিতেই প্রায় ৪০ কিলোমিটার ট্রেনটি চলতে পারে। আগামী বছরের শুরুতেই এই ট্রেনটি চালু করার পরিকল্পনা রয়েছে চিনের। দুই থেকে চার কামরার এই ট্রেন কম দূরত্বের যাত্রাপথেই চলবে।
‘স্মার্ট বাস’ কিংবা চালকবিহীন অটোনমাস রেল র্যাপিড ট্রানজিট (এআরটি) সাবওয়ে, ট্রাম সিস্টেমের থেকে অনেক বেশি সাশ্রয়ী। কেন না এর জন্য তেমন কোনও কাঠামো বাস্তবায়নের দরকার পড়ে না। চীনের রেললাইনহীন মাঝারি এবং ছোট শহরগুলোতে এ ধরনের যান যাতায়াত সমস্যার সমাধানে বড় ভূমিকা পালন করবে। সিআরআরসি’র তরফে জানানো হয়েছে, ট্রেনের সাবওয়ে লাইন তৈরি করতে অন্তত ১০ কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয় হয়ে থাকে। অথচ এআরটি বাস পরিষেবা চালু করতে খরচ হবে মাত্র ২০ লাখ মার্কিন ডলার। কালের কন্ঠ