Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭:  17প্রখ্যাত আলেম আল্লামা ইউসুফ কারদাবীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করছে সৌদি আরব । বৃহস্পতিবার দিবাগত রাতে সৌদি আরব ও আরব আমিরাতের যৌথ ‘সন্ত্রাসী’ তালিকায় কারদাবীর নামও দেখানো হয়েছে।
এদিকে সৌদি আরব ও আমিরাত ৬৯ ব্যক্তি ও ১২ প্রতিষ্টানের নাম প্রকাশ করেছে। যারা দেশ দুটির ভাষায় কাতারের মদদে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত।
এদের মধ্যে আল্লামা কারদাবীও আছেন । উল্লেখ্য, ৯৫ বছর বয়সের এই আলেম আরব দুনিয়াসহ সারা বিশ্বে সুপরিচিত। তিনি বহুদিন থেকে কাতারেই বসবাস করেন। জীবনের প্রথম দিকে মুসলিম ব্রাদারহুডের নেতা হলেও পরে তিনি সক্রিয় রাজনীতির বাইরে নিজেই বিভিন্ন ইসলামী গবেষণামূলক প্রতিষ্টান তৈরি করেন।

ডেইলি সাবাহ থেকে নেয়া