Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার , ৯ জুন, ২০১৭:  36রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাবির উপ-রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এএইচএম আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাতে অন্য পাবিলক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে মিলে না যায়, তাই প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। তা এড়াতে দ্রুত তারিখ নির্ধারণ করেছে ভর্তি উপ-কমিটি।

আবেদনের যোগ্যতা, সময়সীমা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার নিয়মের বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

গত বছর বিশ্ববিদ্যালয়ের ৫৭টি বিভাগ ও দু’টি ইনস্টিটিউটে কোটাসহ ৪ হাজার ৭১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিল। তবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে আসন সংখ্যা বাড়ানো হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয় নি।