Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: 78ভর্তির জন্য প্রথম ফলে নির্বাচিত হলেও কলেজ পছন্দ না হওয়ায় দুই লক্ষাধিক শিক্ষার্থী ভর্তি হতে অনাগ্রহী। পছন্দের কলেজে ভর্তির জন্য এসব শিক্ষার্থীরা নতুন করে আবেদন করার সুযোগ পাবে।
যদিও শিক্ষার্থীদের পছন্দের তালিকা থেকেই মেধা ভিত্তিতে ভর্তির জন্য কলেজ নির্বাচিত করে দিয়েছিল ঢাকা বোর্ড। গত ৬ জুন থেকে ৮ জনু রাত ১২টা পর্যন্ত কলেজে ভর্তির নিশ্চয়নের সময় নির্ধারণ করা হয়। তবে আশানুরূপ নিশ্চয়ন না হওয়ায় সময় বাড়িয়ে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সুযোগ দেয়া হয়। কিন্তু এরপরও দুই লাখ ১২ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য কলেজ নিশ্চায়ন করেননি। আবার অনেক শিক্ষার্থী নিশ্চায়ন করলেও মাইগ্রেশনের সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচিত হয়েও কলেজে নিশ্চায়ন না করার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে ঢাকা বোর্ড। আজ রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
তথ্য অনুযায়ী, প্রায় সকল আবেদনকারী একাধিক কলেজ পচ্ছন্দ দিয়েছেন। কেউ যদি নতুন করে আর আবেদন না করেন তবে তার জন্য দ্বিতীয় পচ্ছন্দের কলেজ পরবর্তী মেধাতালিকায় দেয়ার সিদ্ধান্ত হতে পারে।
নিশ্চায়ন শেষ হলে মাইগ্রেশনের জন্য আবেদন চলবে। এ সময় যারা পছন্দমতো কলেজ পাননি তারা ছাড়াও যারা কোনো কলেজ পাননি তারাও আবেদন করতে পারবেন। একজন শিক্ষার্থী একটি কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের ফি বাবদ ১৮৫ টাকা প্রদান করে ভর্তি নিশ্চয়ন না করলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে তার আবেদনটিও বাতিল হয়ে যাবে।
প্রথম দফায় মনোনীতদের নিশ্চয়নের পর দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশনের আবেদন ও নতুন আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে ভর্তি নিশ্চায়নকারীরা অন্য কলেজে মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। আসন শূন্য থাকা সাপেক্ষে মাইগ্রেশনের জন্য আবেদন করা দ্বিতীয় মেধাতালিকায় কাঙ্খিত কলেজে মনোনয়ন দেয়া হবে। তবে আসন শূন্য না থাকলে মাইগ্রেশন আবেদনকারীর প্রথম মেধাতালিকায় সুযোগ পাওয়া কলেজে মনোনয়ন বহাল থাকবে।
১৩ জুন প্রকাশ করা হবে দ্বিতীয় মেধাতালিকা। ১৪ ও ১৫ জুনের মধ্যে দ্বিতীয় মেধাতালিকায় মনোনীতদের নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
দ্বিতীয় তালিকায় মনোনীতদের নিশ্চয়নের পর তৃতীয় পর্যায়ে আবেদনের সুযোগ থাকছে ১৬ ও ১৭ জুন। ১৮ জুন সর্বশেষ বা তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। তৃতীয় তালিকায় মনোনীতদের নিশ্চয়ন সম্পন্ন করতে হবে ১৯ জুনের মধ্যে। ২০ থেকে ২২ জুন প্রথম দফায় এবং ২৮ থেকে ২৯ জুন দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো। ক্লাস শুরু হবে ১ জুলাই।