Sat. Sep 20th, 2025
Advertisements

2kখােলা বাজার২৪।। রবিবার, ১১ জুন, ২০১৭: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি লুটেরা পার্টি, তাদের ওপর জনগণের কোন আস্থা নেই।
রোববার সকালে গণভবনে তাঁর কারামুক্তি দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে পাওয়া উন্নয়ন এখন উপলব্ধি করছে জনগণ।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নয়নের সুফল ধরতে আগামীতেও মানুষ নৌকাতেই ভোট দেবে।
২০০৮ সালের এই দিনে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।
২০০৭ সালের ১৬ই জুলাই সেনা সমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী।