Tue. Sep 16th, 2025
Advertisements

40রাশিয়া ইস্যুতে এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির দেয়া সাক্ষ্যের জবাব দিতে যুক্তরাষ্ট্রের সিনেটের শুনানিতে হাজির হবেন এটর্নি জেনারেল জেফ সেশনস। শনিবার এক চিঠিতে তিনি মঙ্গলবার সিনেট ইন্টেলিজেন্ট কমিটিতে সাক্ষ্য দেয়ার কথা জানান। খবর স্কাই নিউজ ও বিবিসির।
এর আগে বৃহস্পতিবার সিনেটের শুনানিতে কোমি বলেন, ‘২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে রুশ সংযোগের তদন্ত এড়াতে কোমিকে চাপ দিয়েছেন ট্রাম্প। কোমির কাছে আনুগত্য চেয়েছিলেন তিনি। এটি না মানায় তাকে বরখাস্ত করা হয়। এছাড়া জেফ সেশনস এর সঙ্গে রুশ কর্মকর্তাদের সংযোগের বিষয়টি তুলে আনেন কোমি।’ তাই কোমির সাক্ষ্য মোকাবেলা করতে সিনেটের শুনানিতে অংশ নেয়ার কথা জানান সেশনস।
শনিবার লেখা চিঠিতে সেশনস বলেন, ‘গত সপ্তাহে সিনেটে ট্রাম্প প্রশাসনের রাশিয়া কানেকশন নিয়ে সাক্ষ্য দিয়েছেন জেমস কমি। এ বিষয়ে যথাযথ ফোরামে আমার অবস্থান জানানো গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’ তবে তিনি সিনেটে প্রকাশ্যে সাক্ষ্য দিবেন না কি আলাদা কক্ষে প্যানেলে কথা বলবেন তা চিঠিতে উল্লেখ করা হয় নি।
উল্লেখ্য, নির্বাচনে রুশ আঁতাতের ঘটনায় এফবি আইয়ের তদন্ত দলে প্রথমদিকে জেফ সেশন ছিলেন। পরে তার বিরুদ্ধেও রুশ সংযোগের অভিযোগ উঠলে তদন্ত দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। যদিও তিনি দাবি করেছেন রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার বিষয়টি ছিল স্বাভাবিক এবং এটি প্রকাশ না করে তিনি ভুল করেন নি।