Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১২ জুন, ২০১৭: গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের দুই দিন পর নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণকপাড়া এলাকায় করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম। নিহত মোস্তা মিয়া (৩৭) ওই গ্রামের আব্দুস ছামাদ মিয়ার ছেলে।

ওসি মাহমুদুল বলেন, শুক্রবার দুপুরে স্থানীয় চতরাহাট এলাকায় ফুপু আয়তন বেগমের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন মোস্তা মিয়া। খোঁজাখুজির এক পর্যায়ে রোববার দুপুরে করতোয়া নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

লাশ উদ্ধার স্থলে উপস্থিত কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বলেন, দুর্বৃত্তরা মোস্তা মিয়াকে হত্যার পর মুখমণ্ডলে কোনো দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে লাশ নদীতে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।