Thu. Sep 18th, 2025
Advertisements

ZenFone Live_ZB501KL Product photo_2(B)খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭: তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো সম্পূর্ণ নতুন একটি স্মার্টফোন সিরিজ – জেনফোন লাইভ। ফোনটি বিশ্বের সর্ব প্রথম স্মার্টফোন যা হার্ডয়ার অপ্টিমাইজড প্রযুক্তি ব্যাবহার করে সরাসরি সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম। তাই এর বিল্টিইন অ্যাপ্লিকেশান “বিউটিলাইভ” দিয়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আত্মপ্রকাশ করতে পারবে – সরাসরি!
শুধু তাই নয়, লাইভে যাওয়া শব্দকে প্রানবন্ত করতে এতে ব্যাবহৃত হয়েছে এম-এ-এম-এস প্রযুক্তির মাইক্রোফোন যা সোশাল মিডিয়াতে যাওয়া লাইভ ভিডিও এর পেছনের নয়েজ কমিয়ে মূল শব্দকে করবে আরো পরিষ্কার। আসুস জেনফোন লাইভ-এ থাকছে ১.৪ আল্ট্রা পিক্সেল সেন্সর এর সেলফি ক্যামেরা যা সাধারণ পিক্সেল থেকে ২০০% পর্যন্ত আলোক সংবেদনশীল। আরো থাকছে সফট লাইট এলইডি সেলফি ফ্ল্যাশ যা সেলফি তুলতে কিনবা লাইভে যেতে ত্বকের সাভাবিক রং বজায় রাখে। জেনফোন সেলফির পেছনে রয়েছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, এফ ২.০ অ্যাপার্চার আর আসুস এর নিজস্ব পিক্সেল মাস্টার ক্যামেরা টেকনোলোজি। ১২ টি আলাদা ক্যামেরা মুড সহ এতে আরো আছে বিউটিফিকেশান, লো লাইট ও হাই রেজ্যুলেশান মুড।
আসুস জেনফোন লাইভ-এ আছে শক্তিশালী ৫ ম্যাগ্নেট স্পিকার, যা উচ্চ মাত্রার শব্দকে স্পষ্ট ও শ্রুতিমধুর করে কোন রকম শব্দ ভাঙ্গন ছাড়াই। স্টাইলিশ ম্যাটালিক ফিনিশিং এর বডি আর ২.৫ডি বাঁকানো কাঁচে মোড়ানো জেনফোন লাইভ দেখতেও আকর্ষণীয়। দেশের বাজারে আসুস জেনফোন লাইভ পাওয়া যাবে চলতি সপ্তাহ থেকে। এর মূল্য রাখা হয়েছে ১৩,৯৯০ টাকা। শুধুমাত্র বাংলালিংক প্রিয়জন গ্রাহকগণ জেনফোন লাইভ কিনলে পাচ্ছেন ১০০০ টাকা ক্যাশব্যাক; সাথে থাকবে আকর্ষনীয় গিফট বক্স।