Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মোস্তফা আলী (৫২) নামের অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বালুয়া ইউনিয়নের কাটাখালী বালুয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা আলী রাজশাহীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত ছিলেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুড়া বাজার গ্রামের কায়সার আলী ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী স্টারওয়ে পরিবহনের একটি যাত্রীবাহী বাস বালুয়াহাট অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক মোস্তফা আলী মারা যান।

এছাড়া এ ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।