Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫  জুন, ২০১৭:  10ব্রিটেন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার এবং সেটা আমরা সবাই মানি। সেখানে হঠাৎ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের এ ধরনের একটা হঠকারি সিদ্ধান্ত নিয়ে থেরেসা মে হাসির খোরাক যোগালেন। তার এই ব্যর্থতা হেরে যাবার চেয়েও বেশি অপমানজনক। তিনি এখন আর কোনও সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন না। তার দল আরো তিন বছর ক্ষমতায় থাকতে পারতো। তা না থেকে তিনি অতি লোভ করলেন। এখন তার অবস্থা ‘অতিলোভে তাঁতি নষ্টে’র মতো হয়ে পড়েছে। তিনি এমন একটা জায়গায় পড়ে যাচ্ছেন যেখান থেকে উঠে আসা ইংল্যান্ডের জন্য কষ্টসাধ্য।
রবিবার রাতে ডিবিসি নিউজের রাজকাহন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমেনা মহসিন।
রাজিউল হাসান আরো বলেন, জেরেমি করবিনের পার্টিতে কিছুটা সমালোচনার ঝড়ছিলো। কিন্তু সবকিছু উপেক্ষা করে তিনি একজন নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। থেরেসা মে কতগুলো হিসাব করতে ভুল করেছেন। চলতি বছরে ইংল্যান্ডে যারা নতুন ভোটার হয়েছে তাদের মধ্যে ২৫বছরের কম বয়সী রয়েছে অনেক ভোটার। আর তাদেরকে করবিন উদ্বুদ্ধ করতে পেরেছেন, যেটা থেরেসা মে পারেননি। এই বিষয়টা বিজয়ের জন্য অনেক বড় একটা ব্যাপার। তাছাড়া নারী ভোট পড়েছে সবচেয়ে বেশি যা এর আগে কখনও হয়নি এবং এইবার অনেক নারী প্রার্থীও নির্বাচিত হয়েছেন।