Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫  জুন, ২০১৭:  29ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলার সোহাগ কাউন্টারের পেছনে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল যুবকের উপর্যপুরি ছুরিকাঘাতে রাতুল (১৫) নামক এক কিশোর মৃত্যুবরণ করে। সে সময় যুবকের ছুরিকাঘাতে সাইফুল নামক অন্য এক কিশোর গুরুতর আহত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নবীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের পৈরতলায় সোহাগ কাউন্টারের পেছনে সজিব ও তার বন্ধুর ছুরির আঘাতে রাতুন নিহত হয়। এতে আরেক কিশোর সাইফুল গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত রাতুলের লাশ জেলা সদর হাসপাতালে রয়েছে। ওসি আরো জানান, সজিবের স্ত্রীর ছবি ফেইসবুকে পোস্ট সংক্রান্ত ব্যাপারে এ হত্যাকান্ড সংঘটিত হয়। আমরা হত্যাকান্ডের সাথে জড়িত সজিব ও তার সহযোগীদের ধরার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। নিহত ও আহতের বাড়ি পৈরতলায়।