খােলা বাজার২৪।। শুক্রবার ,১৬ জুন, ২০১৭: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ বুধবার রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মুরতুজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানদের সমম্বয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিন্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ সভায় সভাপতিত্ব করেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে। সভায় ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।