Sun. Sep 21st, 2025
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার ,১৬  জুন, ২০১৭: 22ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে এক কিশোরীর ছবি প্রকাশের জের ধরে বুধবার রাতে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কিশোরীর ছবি প্রকাশের জের ধরে ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছে আরো একজন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন।

নিহত রাতুল পৈরতলা এলাকারই বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ দাবি করে, শহরের কান্দিপাড়ার বাসিন্দা সৌরভ নামে এক কিশোরের বান্ধবীর ছবি ফেসবুকে প্রকাশ করে রাতুল। সৌরভ আর রাতুল পরষ্পরের বন্ধু। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে সৌরভ কয়েকজনকে নিয়ে পৈরতলা এলাকায় যায় এবং রাতুলের উপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে রাতুল গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা রাতুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানায় পুলিশ।