Thu. Sep 18th, 2025
Advertisements

18kখােলা বাজার২৪।। রবিবার, ১৮ জুন, ২০১৭: আসন্ন রোজার ঈদ উপলক্ষে প্রকাশিত হলো শ্রোতাপ্রিয় শিল্পী মিনার রহমানের নতুন সিঙ্গেল ‘আলো নেই আলোতে’। এই শিরোনামের গানটি নিয়ে নতুন করে শ্রোতাদের চমক দিতে ফিরছেন মিনার রহমান।

গানটির দুটি লাইন হচ্ছে, ‘তুমি নেই আমি এই ভালো নেই/ভালো নেই ভালোতে/তুমি নেই আছে সব কিছু নেই/আলো নেই আলোতে’। মানসম্মত অডিও লিরিক ভিডিও হিসেবে প্রকাশিত হয়েছে গানটি।

বাংলাদেশের শীর্ষস্থানীয় অডিও প্রয়োজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর-সংগীত করেছেন নাবিদ সালেহীন নিলয়। গানটি জিপি মিউজিকের এসক্লুসিভ অ্যাপেও শোনা যাবে। গানটি নিয়ে অনেক বেশি আশাবাদী মিনার। মানসম্মত অডিও লিরিক ভিডিও হিসেবে সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।

এ প্রসঙ্গে মিনার কালের কণ্ঠকে বলেন, ‘এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ঈদ আনন্দে ভিন্নমাত্রা যোগ করবে। এ ছাড়া আগামী কোরবানি ঈদকে সামনে রেখে গানটির ভিডিও প্রকাশের পরিকল্পনা করছি।