Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখােলা বাজার২৪।। রবিবার, ১৮ জুন, ২০১৭: দেশের বাজারে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ‘ওয়াই-থ্রি ২০১৭’ উন্মোচন করেছে বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। বড় মাপের ডিসপ্লে, উজ্জ্বল ফ্ল্যাশ এবং আকর্ষণীয় ডিজাইনের হুয়াওয়ে ওয়াইথ্রি ২০১৭ স্মার্টফোনটি মাল্টি টাস্কিং-এর ক্ষেত্রে উদ্যমী ব্যবহারকারীদের জন্য বাজেটের মধ্যে উপযোগী একটি স্মার্টফোন।

এতে রয়েছে পাঁচ ইঞ্চির বড় ডিসপ্লে, যার বিশেষ সুবিধা হচ্ছে সূর্যের আলোতে সর্বোচ্চ পর্যায়ে উজ্জ্বল স্ক্রিন দেখার অভিজ্ঞতা। ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ব্যাক ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কালার টোন ঠিক রেখে স্বচ্ছ ছবি তোলা যাবে ফোনটির মাধ্যমে।

পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম এবং কোয়াড কোর প্রসেসর যা দ্রুত গতিতে মাল্টি টাস্কিং করতে সক্ষম।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি.-এর ডিভাইস সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশের তরুণ প্রজন্মের বাজেটের মধ্যে কার্যকরী স্মার্টফোন ব্যবহারের চাহিদাকে মাথায় রেখেই আসন্ন পবিত্র ঈদের খুশিকে দ্বিগুণ করতে হুয়াওয়ে ওয়াই-থ্রি ২০১৭ সংস্করণ উন্মোচন করা হয়েছে। মাত্র ৮,৭৯০ টাকায় ক্রয় করা যাবে হুয়াওয়ে ওয়াইথ্রি ২০১৭, পাওয়া যাচ্ছে কালো বা সোনালি রঙে।