Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭:  28ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপি মহাসচিবসহ নেতাদের ওপর যে হামলা হয়েছে তা শুধু বিএনপির উপর হামলা না। এটি আমাদের রাজনীতিক সংস্কৃতির ওপর, ভিন্নমতের ওপর হামলা। এটি বিরোধী মতের ওপর সরকার দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপেরই একটি নজিরমাত্র।
মিথিলা ফারজানার সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আজ বিএনপি মহাসচিব রাঙামাটি পাহাড় ধসের স্থান পরিদর্শন ও ত্রাণ দিতে যাওয়ার সময় কে বা কারা তাদের ওপর হামলা চালায়। পার্বত্য এলাকায় বিএনপি নেতারা কোন রাজনীতিক সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালাতে নয়, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের এলাকা পরিদর্শন ও ত্রাণ দিতে যাচ্ছিলেন।
ত্রাণ দিতে যাওয়ার সময় মহাসচিবের সাথে স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও ছিলেন। হামলায় তারাও আহত হয়েছেন। তাদের আঘাতের ছবি আমরা স্যোসাল মিডিয়ায় ছবিতে দেখেছি তাদের শরীরে আঘাতের চিহ্ন। এই আঘাত শুধু বিএনপি নেতাদের ওপর না, এটা পুরো গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছে রুহুল কবির রিজভী।
বিএনপির নেতাদের ওপর যে হামলা হয়েছে এর নিন্দা জানানোর কোন ভাষা আমাদের নেই। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এই হামলার নিন্দা জানিয়েছেন। আমি আশাবাদী হবো যদি সত্যি সত্যি তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারা এই হামলার সাথে জড়িত তা খুঁজে বের করেন। স্যোসাল মিডিয়ার আমরা যেকোন খবর খুব দ্রুতই পাই। সেই খবর অনলাইন নিউজেও পেয়ে থাকি। যারা হামলা করেছেন তাদের অনেকের ছবিও স্যোসাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে দেখা গেছে। সুতরাং তাদেরকে সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা খুব কঠিন কাজ না। ‘আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, যেখানে বিচারহীনতাই মূল সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে’। এই ঘটনাটি আট-দশটি ঘটনার মত চাপা পড়ে যাবে, এমনটি আমরা অতীতে দেখেছি। আমরা একটির পর একটি ঘটনা দেখেছি। কিন্তু তার একটিরও বিচার হয়নি। কাউকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি। মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনারও যদি এমন পরিণতি হয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক।