Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭:  30আমরা প্রকৃতির সাথে বিরুপ আচরণ করি এবং প্রকৃতি তার প্রতিশোধ নেয়। প্রকৃতিকে যখন আমরা শ্রদ্ধা না করি, সম্মান না করি তখন এরকম ঘটনা অনেক জায়গায় হয়েছে। শুধু বাংলাদেশে নয়। কোনও রকম নিয়ম নীতি আমরা মানি না, কোন প্রকার শ্রদ্ধা কারো প্রতি আমরা দেখাই না। প্রকৃতির সাথে বিরূপ আচরণ করে প্রকৃতিকে দিন দিন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি। আর সেজন্যই বলেই পাহাড় ধসের মতো বিপর্যয় ঘটছে আমাদের সাথে।
রবিবার রাতে চ্যানেল আই এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি আরও বলেন, আমাদের এখন থেকে সাবধান হওয়া দরকার ভবিষ্যতের জন্য। প্রকৃতিকে প্রকৃতির মত থাকতে দিতে হবে। আমাদের যে পাহাড় কাটার উৎসব অনেক জায়গায় ঘটছে এবং বৃক্ষ নিধন যেভাবে ঘটছে, বিভিন্ন পাহাড়ি এলাকায় যেভাবে বসতি গড়ে উঠছে তারই মাশুল দিতে হচ্ছে আমাদের। বৃক্ষ নিধন ও পাহাড় কাটা বর্তমান পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। বিভিন্ন সময় বিভিন্নভাবে পাহাড় কেটে প্রকৃতিকে ধ্বংস করার কারণে আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হচ্ছে যে কোন সময়। কোথাও পাহাড় কাটার ফলে সেখানে হাজার বছর ধরে গড়ে ওঠা ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যার দরুণ সেখানকার জলবায়ু, পরিবেশ, মাটি, পানি ও প্রাণীবৈচিত্র্যর ওপর ভয়াবহ প্রভাব পড়ে। সেইসঙ্গে নিঃশেষ হয়ে যায় সবুজ বনভূমি। আর এই সব প্রাকৃতিক সম্পদশালী স্থান যেমন সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দারবন প্রভূতি জেলায় গত তিন দশকে সাফ হয়েছে শতাধিক পাহাড়।
অপরিকল্পিতভাবে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পাহাড় ও পাহাড়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তা না হলে আমাদেরকে ভবিষ্যতে আরও বড় কোন দুর্যোগের মধ্যে পড়তে হবে।