খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। চিকিৎসা ক্ষেত্রেও প্রযুক্তির নিত্য নতুন ছোঁয়া লেগেছে, লাগছে।
সম্প্রতি তেমন একটি প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেডারাস-সিনাই মেডিকেল সেন্টারের গবেষকরা।
গবেষণায় দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগিরা ভার্চুয়াল রিয়েলিটি থেরাপির মাধ্যমে ব্যাথা থেকে উপশম পেয়েছেন। গবেষকরা রেটিং স্কেলে শূন্য থেকে ১০ পর্যন্ত ব্যাথার স্কোরের মাত্রা রাখেন।
তিনের উপরের স্কোরের ব্যাথার ১০০ রোগিকে এ গবেষণার আওতায় আনা হয়। এদের মধ্যে ৫০ রোগিকে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) থেরাপি দেয়া হয়।
থেরাপির জন্য ওই রোগিদেরকে চোখে ভিআর থেরাপি চশমা পরতে হয়েছে। এরপর রোগিকে শান্ত কোনো ভিডিওর কন্টেন্ট যেমন-আইসল্যান্ডে হেলিকপ্টার রাইড, সমুদ্রে তিমির সঙ্গে সাঁতার কাটানো বা মনোরম দৃশ্য উপভোগ করানো হয়।
এরপর এসব রোগী ২৪ ভাগ ব্যাথা উপশম হয়েছে বলে জানায়। বাকি ৫০ রোগিকে ক্লোজ স্ক্রিনে দ্বিমাত্রিক প্রাকৃতিক ভিডিও, অডিও মিউজিকের সঙ্গে মানসম্পন্ন শান্ত প্রকৃতির চিত্রের বর্ণনা করা হয়। তারাও ব্যাথা কমেছে বলে জানায়। ওই রোগিদের ব্যাথা ১৩.২ ভাগ কমেছিল।
যুক্তরাষ্ট্রের সেডারাস-সিনাই’স হেলথ সার্ভিস রিসার্চের পরিচালক ব্রেনান স্পিয়েজেল বলেন, এ ফলাফল নির্দেশ করে যে প্রথাগত ব্যাথা উপশমের কার্যকরি প্রক্রিয়ার পদক্ষেপে ভার্চুয়াল রিয়েলিটি থেরাপিও ফলদায়ক হতে পারে। এই গবেষণা ব্যাথার ক্ষেত্রে চিকিৎসক এবং রোগিকে শুধু ওষুদের চেয়ে আরো বিকল্পের পথ দেখায়। ডেকান ক্রনিকল, সম্পাদনা: রবিউল