Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: 17২০০৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেবার টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলেছিল অজিরা। তারপর বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া।
১১ বছর পর আবার অজিদের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী আগস্টে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এজন্য ১৩ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর। দুইটি ম্যাচেই খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটা থেকে।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটি ম্যাচেই অস্ট্রেলিয়া জয় পেয়েছে। চারটির মধ্যে দুইটি অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া ও দুইটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে।
সূত্র : ঢাকাটাইমস