খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: ছাত্রজীবন মানেই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলায় পরিপূর্ণ একটি জীবন। আর এই শৃঙ্খলার ব্যতিক্রম হলে শাস্তি তো পেতেই হবে।
শৃঙ্খলা ভঙ্গ করে পার্টিতে কু ক্লুক্স ক্লেন এর টুপি পড়ে আসায় বহিষ্কার করা হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে।
কলেজের খ্রিস্ট চার্চের ডীন বলেন, ওই শিক্ষার্থীকে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সকল কার্যকলাপ থেকে বাতিল করা হবে। একই সঙ্গে তাকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।
এই ঘটনাটি ডিসেম্বর ২০১৬ তে ঘটে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষ ই-মেইলে এই ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ বলে অভিহিত করেছে।
চ্যারওয়েল ইউনিভার্সিটির সংবাদপত্রে এক শিক্ষার্থী বলে ওই পোশাকটি সত্যিকার অর্থেই বিদ্রুপ করার মতোই ছিল। অপরদিকে, ওই কলেজের জুনিয়র সেন্সর ব্রায়ান ইয়াং শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক ই-মেইলে বলেন, কলেজের অভ্যন্তরে এই ধরনের পোশাক সত্যি অশালীন।
তিনি আরো বলেন, ‘আমরা এই খ্রিস্ট চার্চের সম্মান রক্ষায় দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই ধরনের কোনো ভুল ক্ষমা করব না। আমি কলেজের অসম্মান করার জন্য এই পোশাক পরিনি। বরং অনুষ্ঠানে যাওয়ার ২ মিনিট পরেই পোশাকটি খুলে ফেলেছিলাম আমি।’
এর প্রতিউত্তরে খ্রিস্ট চার্চের ডীন বলেন, ওই শিক্ষার্থীর ব্যবহার সম্পূর্ণ অনৈতিক ছিল।’ বিবিসি, সম্পাদনা: রবিউল