Fri. Sep 19th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭:  60কূটনীতিক মো. নাজমুল ইসলামকে সুইডেনে এবং ওমানে মো.গোলাম সারওয়ারকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ১৫তম বিসিএস এর মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করা মো. নাজমুল ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন, জিএস অ্যান্ড আইসিটি) হিসেবে কর্মরত আছেন।
এদিকে ওমানে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার ১৯৯১ সালে ১০ম বিসিএসের মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দেন। বর্তমানে সুইডেনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন তিনি। কূটনৈতিক ক্যারিয়ারে তিনিও জেদ্দায় কনসাল জেনারেল এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।