Sat. Sep 20th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭:  62সারা বিশ্বে পালিত হলো আন্তজার্তিক ইয়োগা দিবস। ২০১৪ সালে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুনকে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালন করার প্রস্তাব দেন। এরপর থেকে ২১ জনুকে আন্তর্জাতিক ইয়োগা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। এ নিয়ে সারা বিশ্বে তৃতীয়তম ইয়োগা দিবস পালিত হলো।
বিশ্বে ১৯০ টি দেশে মহাসমারোহে পালিত হয় ইয়োগা দিবস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই দিবসটি পালন করেছেন। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পুরো ভারতে ইয়োগা দিবস উদযাপন করা হয়। মূল অনষ্ঠানটি চন্ডীগড় থেকে শুরু করা হয়। এ দিবস উপলক্ষ্যে মোদি বলেন, ইয়োগা ভারতকে বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছে। ভারতের মতো যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য দেশেও ইয়োগা দিবস উদযাপন করা হয়।
ইয়োগা চর্চা মূলত উপমহাদেশে উদ্ভাবিত হলেও বর্তমানে পশ্চিমা বিশ্বেও এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নিয়মিত ইয়োগা চর্চায় শরীর ও মনে যে সজীবতা পাওয়া যায় তার গুরুত্ব অনুধাবন করায় সারা বিশ্বে দিবসটি আগ্রহের সঙ্গে পালিত হয়। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, জি নিউজ