Thu. Sep 18th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: 11দুবাইয়ে পারফরমেন্স করবেন আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ও বিখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ। বিখ্যাত এই পপ তারকা জেনিফার নভেম্বরে দুবাইয়ে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছে খালিজ টাইমস পত্রিকা। আর বর্তমানে দুবাইবাসীদের জন্য এর চেয়ে ভালো খরব আর কি হতে পারে।
অনুষ্ঠানটির প্রচারকরা জানান, এ বছরের ১৭ নভেম্বর জেনিফার দুবাইয়ের অটিজম রকস এরিনাতে ‘১১৭ লাইভে’ (এ নামে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে) পারফর্ম করবেন। ২০১৪ সালে দুবাইয়ে জেনিফার আরেকটি অনুষ্ঠান করেছিলেন। অনুষ্ঠানটিতে জেনিফার তার ল্যাটিন আমেরিকার গ্ল্যামার, আকর্ষক ও উত্তেজনাপূর্ণ নাচ প্রদর্শনের মাধ্যমে দুবাইয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন। তার সেই নাচের কারনেই তিনি দুবাইবাসীদের কাছে শ্রেষ্ঠ পপ তারকা।
‘১১৭ লাইভ’এর সিইও থোমাস অভিসেন জানান, ‘পিপল ম্যাগাজিন’ জেনিফারকে বিশ্বের সেরা রমণী বলে আখ্যায়িত করেছেন। আর সেই রমণী যখন লাইভ পারফর্ম করবেন তখন সেটা হবে দুবাইয়ের জন্য একটি সেরা রাত। সূত্র: খালিজ টাইমস