Sat. Sep 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: 21সীমান্তঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত দুই কিশোরের লাশ ফেরত দেওয়া হয়েছে। বুধবার রাতে সোহেল (১৬) ও হারুনের (১৫) লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যায় একদল বাংলাদেশি। ফেরার পথে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল তরফদার ও হারুন ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাদের লাশ নিয়ে যায় কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে তাদের লাশ কৃষ্ণপুর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ১ম দফায় ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়।
মঙ্গলবার পতাকা বৈঠকের পরও লাশ ফেরত দেয়নি । পরবর্তীতে বুধবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে। নিহত সোহেল মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে ও হারুন একই উপজেলার শ্যমকুড় গ্রামের কওছার আলীর ছেলে।