Sun. Sep 21st, 2025
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭: 28রাজধানীর নিউমার্কেট ও মহখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টি চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
বুধবার রাতের দিকে তাদের আটক করা হয়।
র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো মো. শহিদ (২৬), মো. জুয়েল (২৬), আকাশ (২২), মাসুদ রানা (২৫), মো. বাবুল (৩০), মো. শহিদ (৪২), মো. মোস্তফা ওরফে অপূর্ব (১৮), ও মো. লিটন মিয়া (৩০)। তারা ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন শপিংমল ও বিপণিবিতানে কেনাকাটা করতে আসা মানুষদের সর্বস্ব লুট করে নিয়ে অন্যত্র বিক্রয় করে এবং তারা মাদকের টাকার জন্য এধরনের অপরাধ দীর্ঘদিন ধরে করে আসছে।
মিজানুর রহমান আরও জানান, একই ব্যাটালিয়নের অপর একটি দল পৃথক অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে অজ্ঞান পার্টির ৭ সদস্যকে গ্রেফতার করেছে। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।