Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৩ জুন, ২০১৭:  63আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র মতে আগামী প্রজন্মে জীবিকা নির্বাহ করা যাবে আরো সহজ উপায়ে। মঙ্গলবার দ্য গেটওয়ে ১৭ কনফারেন্সে সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে জ্যাক মা বলেন, ‘আমার মনে হয় আগামী ৩০ বছরে মানুষ দিনে মাত্র ৪ ঘণ্টা কাজ করবে। কর্মদিবস হয়তো সপ্তাহে ৪ দিনেও নেমে আসতে পারে।’
তিনি বলেন, ‘আমার দাদু মাঠে কাজ করতেন এবং তার কর্মঘণ্টা ছিল ১৬ ঘণ্টা। আর আমরা দৈনিক ৮ ঘণ্টা আর সপ্তাহে ৫ দিন কাজ করেই ভাবছি আমরা অনেক ব্যস্ত।’
ওই সময় চাইনিজ ধনকুবের নতুন প্রযুক্তি সম্পর্কে বলেন, ‘আমার মনে হয় না আমাদেরকে মেশিন দিয়ে মানুষের প্রতিরূপ কিছু বানানো উচিত। আমাদের সেই সব মেশিন বানানো উচিত, যে মেশিন এমন কিছু করবে যা মানুষ করতে পারে না।’
মানুষের কর্মক্ষমতায় বিশ্বাস করেন জ্যাক মা। যোগ্যতায় বিশ্বাসী জ্যাক মা বলেন, কোন মেশিন কখনো মানুষকে টেক্কা দিতে পারবে না।
‘মানুষই জিতবে’ বিশ্বাস নিয়ে এগোনো জ্যাক মা মনে করেন, প্রযুক্তির সুবিধাজনক ব্যবস্থা ছাড়াও এর অপব্যবহারে ঘটে যেতে পারে যেকোন বিভিষিকা, হতে পারে ৩য় বিশ্ব যুদ্ধও। ফরচুন