Sun. Sep 21st, 2025
Advertisements

9খােলা বাজার২৪।।শনিবার, ২৪ জুন, ২০১৭:বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া বলেন শেখ হাসিনার অধিনে নির্বাচন করবেন না। তিনি শেখ হাসিনাকে বিদায় করে তার পর নির্বাচন করবেন। বাণিজ্য মন্ত্রী বলেন, বেগম জিয়া এটা আপনার দুঃস্বপ্ন।এই বাংলাদেশে নির্বাচন হবে এবং সে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে। ২০০১ এর মত নির্বাচন করার সুযোগ আপনার জীবনে আর আসবে না।
শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া-ভেদুরিয়া ইউনিয়নে কর্মীসভা ও ঈদবন্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলে, বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। একটা বাজেট সংসদে প্রস্তাব আকারে দেয়া হয় এবং আলোচনার মাধ্যমে পাস করা হয়। সুতরাং আগামী ২৮ তারিখে যে বাজেট পাস হবে সেই বাজেটে মানুষ সন্তুষ্ট হবে এতে কোন সন্দেহ নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ অনান্যরা।