Fri. Sep 19th, 2025
Advertisements

18kখােলা বাজার২৪।। সোমবার, ২৬ জুন, ২০১৭: দি ককপিট থিয়েটার লন্ডনে ফার্সি সঙ্গীত ও নাটক প্রদর্শনীর আয়োজন করছে। এ আয়োজনে ইরানের সঙ্গীত শিল্পী হামিদরেজা নুরবখশ গান গাইবেন। তার সঙ্গীতে তার ও সেতার পরিবেশন করবেন মাস্টার দারিয়ুস পিরনিয়াকান। টমব্যাক ও দফ বাজাবেন বেহনাম সামানি। ইরানি সঙ্গীত পরিবেশনে হারমনিয়ম ব্যবহার করা হবে। সঙ্গীতের পাশাপাশি ইরানি নাটক ‘সামান্দ’ পরিবেশন করা হবে। এ নাটকটির লেখক ও পরিচালনা করেছেন ইরাজ এনামি। এনামি নিজেও অভিনয় করেন।
ইরাজ এনামি তেহরান ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ফাইন আর্টস থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে থিয়েটারের ওপর পিএইচডি করেন।
মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ব্যবসার ওপর ভিত্তি করে রচিত নাটক পরিবেশন করবে হামাভা আর্ট গ্রুপ। এ নাটকটি ৯০ মিনিটের। লন্ডনে ইরানের এ নাটক প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে অভিনয় করবেন দারিয়ুস আলভান্দ, হাসান পারভানেহ, হাদি তাকেস্তানি, রোশিয়া আবা, রেজা কেরমানি, হাদি সাফেয়ি, মেহদি বান্দারচি ও বেহরুজ এনামি।